সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ নারীসহ ৯ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলো, লিটন (৩১), মামুন (৩০), আমিরুল ইসলাম (২৮), আখি খাতুন (২২), আজাদ হোসেন (২৫), শ্রীমতি সাগরি বালা (২৮), ছইমুদ্দিন (৫৫), মামুন (৩০)। এরা তাড়াশ সদর, নওগাঁ ও তালম গ্রামের অধিবাসী।তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেকে বলেন, তারা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে গাঁজা ও চোলাই মদ বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার) পিপিএম (বার) দিকনির্দেশনায় সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।